মন্তব্য
সম্প্রতি ইনস্টাগ্রামে স্পেনের ছবি শেয়ার করছেন আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
স্প্রে পেইন্ট করা দেয়ালের সামনে, ফুটপাতের একটা ইলেকট্রনিক পোলের গা-ঘেঁষে আনমনে দাঁড়িয়ে বিশ্ব সুন্দরী। পরেছেন আকাশি রঙের হট-প্যান্ট ও ফুল-হাতা টি-শার্ট। হাতে ধরেছেন একটি কাচের বোতল। চেহেরায় ক্লান্তির ছাপ।
দেখে মনে হবে ভাবের রাজ্যে বিচরণ করছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘সামনের দিকে না এগোলে পড়ে যাবে।’