চরফ্যাশনে চার দোকান ছাই

১৯ ফেব্রুয়ারী ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে ঘোষের হাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চার দোকানমালিক। শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে- ধারনা করছেন চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আসসাদুজ্জামান।

ঘোষের হাট লঞ্চঘাটের কেরানি মো. শাহাবুদ্দিন জানান- ১টি চায়ের দোকান, ১টি ঔষধের দোকান, ১টি কাপড়ের দোকান ও ১টি ফার্নিচারের দোকানে আগুন লাগে। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে চরফ্যাশন থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে করে। ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন- চায়ের দোকানি মো. ফারুখ মেস্তরী, ঔষধ ব্যবসায়ী মো. শাহে আলম, কাপড়ের ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন ও ফার্নিচার ব্যবসায়ী মো. আবু মেস্তরী।

 

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর