মন্তব্য
চিত্রনায়িকা বুবলীর জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে তুরস্কতে!
বুবলীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বুবলীকে ঘিরে ভিড় জমিয়েছে তুরস্কের তরুণীরা। তুরস্কের একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে বুবলী। সেখানে তাকে দেখে এক দল তুর্কি শিক্ষার্থী এগিয়ে এলো। তারা বেশ আগ্রহ নিয়ে বুবলীর সঙ্গে ছবি তুলছেন। এক এক করে সবাই আসছেন সেলফি তুলছেন। আর বুবলীও হাস্যোজ্বল মুখে তার তুর্কি ভক্তদের আবদার মেটাচ্ছেন।
ঘটনাটি পুরনো। ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানের শুটিং হয়েছিল তুরস্কে। তখনই তাকে ঘিরে ধরে তুর্কি তরুণীরা। ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘তুরস্কের ভালোবাসাময় স্মৃতি। ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘পাগল মন’ গানের শুটিংয়ের সময় সুন্দরী তুর্কি ছাত্রীদের সঙ্গে।’