বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৯১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মোট ৪টি পদে এ নিয়োগ প্রদান করা হবে। বাগেরহাট জেলার স্থানীয় বাসিন্দারা এতে আবেদন করত পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
পদের নাম ও সংখ্যা:
পরিবার পরিকল্পনা সহকারী পদে ২ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ১১ জন, পরিবারকল্যাণ সহকারী পদে ৭৩ জন এবং আয়া পদে ৫ জনকে নিয়োগ দেয়া হবে।
উপর্যুক্ত পদগুলোতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতাপূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন প্রার্থীর বযস গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা (http://dgfpbag.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আরআই