শিক্ষা অধিদপ্তরের লিখিত পরীক্ষা ২২ অক্টোবর

১৭ অক্টোবর ২০২১

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরিতে নিয়োগের লিখিত পরীক্ষা ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

পদগুলো হলো গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, মেকানিক কাম ইলেকট্রিশিয়ান ও গাড়িচালক।

 

ইতোমধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানা উল্লেখ থাকবে। শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার প্রবেশপত্র http://dshe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এ–সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের নিজ নিজ মুঠোফোনে টেলিটকের এসএমএসে জানানো হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের http://www.dshe.gov.bd/ ওয়েবসাইটে আসনব্যবস্থা, সময়সূচি ও নির্দেশনাসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর