মন্তব্য
কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। ওমানের স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, মাঠের খেলা শুরুর আগে অংশগ্রহণকারী সব দলের সম্ভাবনা-সামর্থ্য নিয়ে প্রতিবেদন করেছে আইসিসি। শুক্রবার প্রকাশিত বাংলাদেশ দলের প্রিভিউ প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে ‘এখন আর আন্ডারডগ নয়, বিশ্বকাপে দানব শিকারে প্রস্তুত বাংলাদেশ।
বাংলাদেশ দল যে এখন আর শুধুই অংশগ্রহণের জন্য বিশ্বকাপ খেলতে যায় না, সে বিষয়টিই উল্লেখ করেছে আইসিসি। পাশাপাশি বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
আরআই