মন্তব্য
কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।সম্প্রীতি বিনষ্ট করতেই উদ্দেশ্যমূলকভাবে কারো ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান,ঘটনাটি হঠাৎ করে ঘটার পেছনে নিশ্চয় কোনো কারণ রয়েছে। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে পুরো ঘটনা খুব শিগগিরই জানানো সম্ভব হবে। তিনি জানান, ইতোমধ্যেই সন্দেহভাজন দুই-তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃতভাবে জড়িতদের চিহ্নিত করা হবে। তিনি বলেন, শুধু কুমিল্লায় নয়; রামু, নাসিরনগরেও এ ধরনের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক উত্তেজনার মাধ্যমে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করাই ছিল এসব ঘটনার মূল উদ্দেশ্য- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এমকে