টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশেকে ১৪১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে এ রান করে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গ্রেভ। ২৮ বলে ২টি ছয় ও ৪টি চারের মারে এ রান করেন তিনি।
মেহেদি হাসান ৩টি, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ২টি করে এবং সাইফউদ্দীন ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া অবদি বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। ৫ বলে এক চারের মারে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন সৌম্য সরকার।
এদিকে ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে আজ রোববার মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ জয়ে রাঙিয়েছে স্বাগতিক ওমান। পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। বড় জয়ে বাংলাদেশকেও বার্তা দিয়ে রাখল ওমান। পরের ম্যাচে মাহমুদউল্লাহদের মুখোমুখি হবে স্বাগতিকরা।
আরআই