চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর একটি ব্যাচেরর বাসায় বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও দুজন দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে দশটার দিকে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ব্যাচেলর বাসাটি ভবনটির নিচতলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা করছি। এখনো বিস্ফোরণের কারণ উদঘাটন করা যায়নি। বিস্ফোরণ থেকে ছোট একটা আগুন হয়েছিল তা নির্বাপন হয়ে গেছে। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন একজন, তার সঙ্গে বর্তমানে কথা বলছি। জানা যায়, তিনতলা ভবনটির দ্বিতীয় তলায় একটি মসজিদ ও তৃতীয় তলায় একটি মাদরাসা রয়েছে,নিচতলায় কয়েকটি কক্ষ ব্যাচেলরদের কাছে ভাড়া দেয়া হয়।
দিলীপ তালুকদার/এমকে