নৌকার মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো হচ্ছে জামায়ত-বিএনপির লোকদের নাম

১৭ অক্টোবর ২০২১

নড়াইল প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে নড়াইলে বিএনপি-জামায়াতের লোকদের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হচ্ছে। মোটা অংকের টাকার বিনিময়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ তিন নেতা মিলে এ মনোনয়ন বাণিজ্য করছেন। রোববার দুপুরে কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।বাকি অভিযুক্তরা হলেন- কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন- মোটা অংকের টাকা দিয়েও যারা মূল্যায়ন (প্রার্থী হিসেবে) পাচ্ছেন না, তারাই ক্ষিপ্ত হয়ে গত শনিবার বিকালে কালিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল পাকিয়ে সভা পন্ড করে দিয়েছে।বর্ধিত সভায় ফাঁকা গুলিবষর্ণের কোনো ঘটনাই ঘটেনি। বিষয়টি প্রশাসনসহ নেতাকর্মীরা অবগত আছেন।

সংবাদ সম্মেলেন জানানো হয়, নিলুর কারণেই নড়াইল জেলা আওয়ামী লীগে বিভক্ত শুরু হয়েছে। অপরের জমি দখল করে নিজের বাড়ি গড়ে তুলেছেন। শিক্ষা সনদও জাল করেছেন। তিনি (নিলু) আওয়ামী লীগের সুযোগ-সুবিধা নিলেও দুঃসময়ে কখনোই মাঠে ছিলেন না।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বীরমুক্তিযোদ্ধা মোল্যা এমদাদুল ইসলাম, কালিয়া পৌরসভার সাবেক তিন মেয়র এমদাদুল হক টুলু, একরামুল হক টুকু ও ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম শেখ, কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, যুগ্মআহ্বায়ক আশিষ কুমার ভট্টাচার্যসহ দলীয় নেতারা। প্রসঙ্গত, বর্ধিত সভাটিতে ফাঁকা গুলিবষর্ণের অভিযোগ করেছেন নিলু।

 

 

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর