ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে ডুবে যাওয়ায় ট্রলারের যাত্রী এক শিশুর মৃত্যু হয়েছে, নিখাঁজ রয়েছেন দুই যাত্রী আর আহত হয়েছেন দুজন। রোববার দুপুরে চরকুকরী মুকরী ইউনিয়নের চরপাতিলা এলাকার আকস্মিক ঘুণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
মারা যাওয়া শিশুর নাম জোনায়েদ (৩), নিখোঁজ রয়েছেন- স্বপন (৩০) ও তার মা বিলকিস বেগম (৫০)। আহতরা হলো- রোজিনা (২৫) ও জোবায়ের (২)। তাদের পরিচয় পুরোপুরি জানা যায়নি। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
চরমানিকা আউটপোষ্ট কোষ্টগার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ পিও জানান, ৯ জন যাত্রীসহ মাল বোঝাই ট্রলারটি চর পাতিলা থেকে চর কচ্ছপিয়া ঘাটে আসার পথে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে। মৃত অবস্থায় জোনায়েদ (৩) কে এবং রোজিনা (২৫) ও জোবায়ের (২)কে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার টিমের নের্তৃত্ব দানকারী কোষ্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন জানান, পানির তীব্র স্রোতে ও উত্তাল ঢেউয়ের কারণে স্বপন (৩০) ও বিলকিস বেগম (৫০) পানির গভীরে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাখওয়াত হোসেন জানান, আমরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। কোন কারনে ব্যর্থ হলে ডুবুরি আনা হবে।
কামরুজ্জামান শাহীন/এমকে