বাবাকে গর্বিত করার আশা দিশানির

১৮ অক্টোবর ২০২১

অভিনয়ে নিয়মিত হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি। লস অ্যাঞ্জেলেসের দ্য লি স্ট্র্যার্সবার্গ থিয়েটার অ্যান্ড ইনস্টিটিউটে কিম্বার্লি হ্যারিস পরিচালিত ‘সেমিনার’ নাটকে অভিনয় করেছেন তিনি। 

মিঠুনকন্যা  বলেন, নাটকে অভিনয়ের অনুভূতি আমার কাছে অন্য রকম। সব সময়ই আমি অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখতাম। আমি থিয়েটার ভালোবাসি। আমার শুরুটাও অসাধারণ হলো। আশা করি বাবাকে গর্বিত করতে পারব। প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’


মন্তব্য
জেলার খবর