বেশ ভালো ভালো প্রস্তাব পাচ্ছি : সাফা

১৮ অক্টোবর ২০২১

ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের ব্যানারে নির্মিতব্য ওয়েব সিনেমা ‘কুহেলিকা’ প্রসঙ্গে সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির বলেছেন, ‘গল্পটি অসাধারণ, বেশ ভালো লেগেছে আমার। ওটিটির জন্য আজকাল বেশ ভালো ভালো প্রস্তাব পাচ্ছি। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’

নির্মাতা সামিউর রহমান বলেন, ‘‘নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তবে আপাতত ‘কুহেলিকা’রাখছি। এটি হচ্ছে নারীপ্রধান গল্প। পরিবারের চোখে একটি মেয়ে কেমন, কিংবা সমাজ মেয়েদেরকে কিভাবে দেখে; এরকম একটা কনসেপ্টে গল্পটি ধারণ করার চেষ্টা করবো।’


মন্তব্য
জেলার খবর