নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করছি : অধরা

১৮ অক্টোবর ২০২১

ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা অধরা খানের  অভিষেক হয়েছে  মালায়ালম নির্মাতা কারু নাক্কারের পরিচালিত ভারতীয় সিনেমায়। 

এই প্রসঙ্গে অধরা বলেছেন, ‘প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের একটি খবর। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করছি। তবে এজন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে।

কারণ ২০২০ সালের ফেব্রুয়ারির দিকে কলকাতায় গিয়ে সিনেমাটির কথা চূড়ান্ত করি। তখন শুটিংও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। অবশেষে কাজটি শুরু হওয়ায় ভালো লাগছে।’


মন্তব্য
জেলার খবর