১২ ইউনিয়নে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

১৯ ফেব্রুয়ারী ২০২২

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগরসহ ১২টি ইউনিয়নে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সভা হয়েছে। শালনগর ইউনিয়নের পদবঞ্চিত বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাঠালতলা বাজার এলাকায় এ মানববন্ধন ও সভা হয়।

সভায় বক্তারা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ না মেনে লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম ও সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ঘরে বসে ফেসবুকে ১২টি ইউনিয়নের ‘পকেট কমিটি’ ঘোষণা করেছেন। সম্প্রতি কমিটিগুলো ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে গঠনতন্ত্রের নিয়ম-নীতি মানা হয়নি। যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এ অবৈধ কমিটি তারা মানেন না বলেও জানান। এ কমিটি গঠনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সভায় বক্তব্য দেন-জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও শালনগর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি পৌর কাউন্সিলর খালেদা বেগম, শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বকুল খান, সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কুকুল, সাধারণ সম্পাদক পান্নু মোল্যাসহ অনেকে। 

এদিকে এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়ন কমিটি করার দায়িত্ব উপজেলা বিএনপির। তারা কোনো অনিয়ম করলে জেলাকে লিখিত ভাবে জানাতে হবে। প্রসঙ্গত, এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ইতনা বিএনপির উদ্যোগে ইতনা চৌরাস্তা এলাকায় এসব কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়।

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর