আমাকে দুর্দান্ত লাগছে : আনুশকা

১৮ অক্টোবর ২০২১

শুটিংয়ের ফাঁকে বলিউডের তুমুল জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মার ছবি তোলেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। নিজের ছবি দেখে আনুশকা খুশিতে বলেন, ‘এই ছবিতে আমাকে দুর্দান্ত লাগছে। তাই না?’ কিন্তু স্ত্রীর সৌন্দর্যকে পাত্তাই দিলেন না বিরাট। তিনি ক্রেডিট দিলেন নিজের ‘ফটোগ্রাফি স্কিল’কে। বললেন, দেখতে হবে না ক্যামেরাম্যানটা কে? এতেই ক্ষেপে যান আনুশকা।

এরপর পাল্টা আনুশকা বলেন, ‘না, আমার মনে হয় ক্যামেরাটা খুব ভালো।' জবাবে বিরাট প্রসঙ্গ পাল্টে নিজের কথা বলা শুরু করেন। তিনি বলেন, ‘ছবি তোলার পর নিজের ছবিগুলো দেখতে আমি খুব ভালোবাসি।’ কোহলিকে মাঝপথে থামিয়ে আনুশকা বলে ওঠেন, ‘সেগুলো ভালো হয় কারণ আমি তুলে দিই।’ এভাবেই এগিয়ে যায় তারকা দম্পতির মিষ্টি ঝগড়া।


মন্তব্য
জেলার খবর