মন্তব্য
'কেন চলে গেলেন নিয়াকে একা ফেলে? আপনি তো জানেন আপনার হাতের ওপর ছাড়া ওর ঘুম আসে না! আমাকে আর নিয়াকে কার কাছে রেখে গেলেন নীরব?' এভাবেই নিজের আবেগ প্রকাশ করেছেন আরজে নীরবের স্ত্রী অভিনেত্রী লাবণ্য লিজা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মানববন্ধনে তিনি বলেন, 'আমি নীরবের সহধর্মিণী হিসেবে জানি, নীরব মালিকপক্ষের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা বিভিন্ন জিনিসের প্রচার-প্রচারণা করেই আমাদের পেট চালাই। এই কাজ না করলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমি নীরবের নিঃশর্ত মুক্তি চাই।'