মন্তব্য
আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলন থেকে মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংকে বাদ দেওয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্তে ‘খুবই হতাশ’ মিয়ানমারের সামরিক জান্তা সরকার।
আসিয়ান সম্মেলন থেকে জান্তা নেতা হ্লাইংকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ নিয়ে “অত্যন্ত হতাশ এবং এতে তীব্র আপত্তি” জানাচ্ছে।
২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক জেনারেল মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানো হবে না বলে এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেন আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা।