সূচকের পতন, বেড়েছে লেনদেন

১৮ অক্টোবর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার তিন সূচকের প্রতিটিরই পতন হয়েছে।তবে আগের  কার্যদিবেসের তুলনায় বেড়েছে লেনদেন- ২২১ কোটি ৫০ লাখ টাকা। দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৮৭টির, বেড়েছে ৬৫ টির এবং অপরিবর্তিত ছিল বাকি ২৪টির

ডিএসইএক্স সূচক  ৫৬ দশমিক ৮০ পয়েন্ট কমে সাত হাজার ১৮৬ দশমিক ৪৬ পয়েন্টে, ডিএসইএস সূচক ২১ দশমিক ১১ পয়েন্ট কমে এক হাজার ৫৪৬ দশমিক ৩১ পয়েন্টে ও ডিএস ৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দুই হাজার ৭০৫ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে।দিনান্তে লেনদেনের অঙ্ক দাঁড়ায়  এক হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকা। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা।

রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।  লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে ফরচুন শুজ লিমিটেড ও দর বৃদ্ধিতে  সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড শীর্ষে থাকে। লেনদেন হয় ১৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৪ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর