বেড়েছে শনাক্ত,কমেছে মৃত্যু

১৮ অক্টোবর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগীর মৃত্যু সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা।মারা গেছেন ১০ জন, শনাক্ত হয়েছে ৩৩৯ জন। তার আগের ২৪ ঘণ্টায় মারা যায় ১৬ জন, আর শনাক্ত হয় ৩১৪ জন। স্বাস্থ্য অধিদফতরের রোববার ও সোমবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে পাওয়া গেছে এসব তথ্য।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনের। এর মধ্যে মারা গেছেন  ২৭ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি এক লাখ ১৩ হাজার ৭৩৪টি। শনাক্তের হার ১৫ দশমিক ৪৮।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন, এক দশমিক ৮০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ১৬টি,পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮১২টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ চারজন আর নারী ছয়জন। বিভাগের মধ্যে ঢাকা ও খুলনার আছেন তিনজন করে, চট্টগ্রামের দুইজন আর রাজশাহী ও সিলেটে আছেন একজন করে। সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর