৭ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

১৯ ফেব্রুয়ারী ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় ৭ জেলেকে অপহরণ করা হয়েছে। তাদের মহাজনদের (আড়ৎ) কাছে মোবাইলের মাধ্যমে মুক্তিপণ হিসেবে সাড়ে ৩ লাখ টাকা দাবি করেছে অপহরণে জড়িত জলদস্যুরা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মেঘনায় ইলিশ ধরার সময় তাদের অপহরণ করা হয়। রাত সাড়ে ৮টায় এ সংবাদ লেখা পর্যন্ত ভুক্তভোগী একজন জেলেকেও উদ্ধার হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জেলেদের পরিবার, আড়ৎদার, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

অপহরণের শিকার জেলেরা হলেন- বাবুল মাঝি (৩২), ইসমাইল মাঝি (৩৫) সোহেল সুকানি (৪০), জাহাঙ্গীর মাঝি (৩৫), সোহেল মুন্সি (৩৮), রিয়াজ মাঝি (৩২) ও বাছেত মাঝি (৪৫)। এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা প্রত্যেকে আলাদা আলাদা ট্রলারে ছিলেন। 

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও একটি আড়তের মালিক অলি উল্লা কাজল জানান, ঘটনার সময় ৭ ট্রলারে হামলা চালায় হাতিয়ার জল ডাকাত মহিউদ্দিন বাহিনী। এ সময় প্রত্যেক ট্রলার থেকে ১ জন করে ওই ৭ জেলেকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গা গহীন বনে নিয়ে যায়। তার নিজের কাছেও মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগী জেলেদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, চরপিয়াল হাতিয়ার সীমান্তে মনপুরার ৭ জেলেকে অপহরণের ঘটনা শুনেছি। জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. বেলায়াত হোসেন জানান, অপহরণ জেলেদের উদ্ধারে অভিযান চলছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর