দেশে সাম্প্রদায়িক সহিংসতা রুখতে দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে।সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ নির্দেশনা বিষয়টি জানান।শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে দলীয় নেতাদের নিয়ে সেখানে যান ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা জানান নেতারা।
ওবায়দুল কাদের জানান, পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সেই অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা ঘটেছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে- যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বাংলাদেশের উন্নয়ন ও অর্জন- শেখ রাসেলের জন্মদিনে আমাদের শপথ হোক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডালপালা গজানো সাম্প্রদায়িক অপশক্তি বিষবৃক্ষের ডালপালাসহ সবকিছু উপড়ে ফেলতে হবে। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
এমকে