রংপুরে ক্ষতিগ্রস্তদের শিগগিরই বাড়িঘর তৈরি করে দেয়া হবে

১৮ অক্টোবর ২০২১

রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খুব শিগগির বাড়িঘর তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, তাদের যার যা প্রয়োজন হয়- দেয়া হবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, ইতোমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও শাড়ি-কাপড় বিতরণ করেছে  জেলা প্রশাসন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। দুষ্কৃতকারীরাই অগ্নিসংযোগ করেছে, বাড়িঘরেও লুটপাট করেছে তারা।  ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ৯০টির বেশি বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। সম্পদহানি, বাড়িঘর পুড়ে গেলেও কোনো প্রাণহানি হয়নি। এ ঘটনাগুলো পুলিশ যাওয়ার আগেই ঘটানো হয়েছে। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরা হয়েছে, আরো কয়েকজনকে ধরার চেষ্টা করা হচ্ছে- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত. রোববার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের একটি পাড়ায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর