মন্তব্য
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের তরফ থেকে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন জায়গায় তাদের ওপর চালানো সহিংসতার পর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া বিবৃতিতে এ আহবান জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। একই সঙ্গে এসব সহিংসতার ঘটনার স্বাধীন তদন্তেরও দাবি জানান তিনি। বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম এ আহবান জানালেন।
সেপ্পো মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের জেরে এ সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং এটি থামানো উচিত।
এমকে