সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহবান জাতিসংঘের

১৮ অক্টোবর ২০২১

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের তরফ থেকে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন জায়গায় তাদের ওপর চালানো সহিংসতার পর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া বিবৃতিতে এ আহবান জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। একই সঙ্গে এসব সহিংসতার ঘটনার স্বাধীন তদন্তেরও দাবি জানান তিনি। বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম এ আহবান জানালেন।

সেপ্পো মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের জেরে এ সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং এটি থামানো উচিত।

এমকে


মন্তব্য
জেলার খবর