গায়িকা হিসেবেই ফাতিমা তুয যাহরা ঐশী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে পড়াশোনাটা তার চিকিৎসাশাস্ত্র নিয়ে। ১৮ অক্টোবর তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর সেখানে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকের পোশাক গায়ে জড়িয়ে একটি ছবি পোস্ট করে ঐশী লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজকের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সৃষ্টিকর্তার রহমতে আজ থেকে আমার নামের পাশে ডাক্তার শব্দটি যুক্ত হয়েছে। এখন থেকে আমি ডা. ফাতিমা তুয যাহরা ঐশী।’
এমবিবিএস পাসের ফল পাওয়ার পর উচ্ছ্বসিত ঐশী বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা। ডাক্তারী পড়ার স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখে আসছি। অনেক ত্যাগ, পরিশ্রম আর কষ্টের ফল আজকের এই অর্জন। এই সময়টায় বিভিন্নভাবে যারা আমাকে সাপোর্ট করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’