সহিংসতায় বিরোধীরা দায়ী: মিন অং হ্লাইং

১৯ অক্টোবর ২০২১

মিয়ানমারের চলমান সহিংসতার জন্য দেশটির বিরোধীদলগুলো দায়ী। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই সেনাবাহিনী দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।

আসিয়ানের সম্মেলন থেকে বাদ পরার পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এসব দাবি করেন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং।

তিনি আরো বলেন, মিয়ানমারে বিভিন্ন গোষ্ঠীর উসকানিতে সহিংসতা বেড়ে গেছে। যারা সামরিক সরকারের বিরুদ্ধে তারাই এসব ঘটনার সঙ্গে জড়িত। সবাই শুধু সমস্যা সমাধান করার কথা বলছে, কিন্তু সহিংসতার দিকে কেউ নজর দিচ্ছে না। আসিয়ানের উচিত এ বিষয়গুলো নিয়ে কাজ করা।

আল-জাজিরা


মন্তব্য
জেলার খবর