নুসরাতকে আগে অপছন্দ করতেন যশ

১৯ অক্টোবর ২০২১

অভিনেতা যশ দাসগুপ্ত ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ওকে সহকর্মী হিসাবে একদম অপছন্দ করতাম, আমার মনে হত নুসরাত ভীষণ দাম্ভিক। তাই বন্ধুরা বলেছিল নুসরাতকে পাত্তা না দিতে। ‘

ঈশানের অভিভাবকের দায়িত্ব কেমনভাবে পালন করছেন দুজনে?-এ প্রশ্নের উত্তরে নুসরাত বলেন, ‘দুর্দান্ত। এখনও মাঝেমধ্যেই বিশ্বাস করতে পারি না। তবে সৌভাগ্যবশত আমাকে একা সব দায়িত্ব পালন করতে হচ্ছে না। যশ সব কাজে এগিয়ে আসে।’


মন্তব্য
জেলার খবর