সূচকের সঙ্গে লেনদেনেও বড় পতন

১৯ অক্টোবর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার তিন সূচকের প্রতিটিতেই বড় পতন ঘটেছে। সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা। দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩২৪টির, বেড়েছে ৩৩টির এবং  অপরিবর্তিত ছিল  বাকি ১৭টির।

ডিএসইএক্স সূচক ৮৯ দশমিক ১৮ পয়েন্ট কমে সাত হাজার ৯৭ দশমিক ২৭ পয়েন্টে, ডিএসইএস সূচক ২১ দশমিক ১৪ পয়েন্ট কমে এক হাজার ৫২৪ দশমিক ১৭ পয়েন্টে ও ডিএস ৩০ সূচক ২৬ দশমিক ১৪ পয়েন্ট কমে দুই হাজার ৬৭৮ দশমিক ৫৫ পয়েন্টে  অবস্থান করে। দিনান্তে লেনদেন হয় এক হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকা।

সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। দিন শেষে লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  ওরিয়ন ফার্মা লিমিটেড ও দর বৃদ্ধিতে গোল্ডেনসন লিমিটেড শীর্ষে ওঠে আসে। লেনদেন হয় ৮৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৭৫ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর