খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমা দেয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
পদসংখ্যা ও নাম:
সহকারী ইমাম: ১ জন, বেতন: ১২,৫০০-৩০,২৩০; ল্যাব টেকনিশিয়ান ২ জন, বেতন: ১২,৫০০-৩০,২৩০; ডেটা এন্ট্রি অপারেটর ২ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; নেটওয়ার্ক টেকনিশিয়ান ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; ক্যাটালগার ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; ড্রেসার: ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; স্টোরকিপার: ১ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০; অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ৬ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০; মেডিক্যাল অ্যাটেনডেন্ট ২ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০; বাবুর্চি: ৩ জন, বেতন: ৮,৮০০-২১,৩১০; অফিস সহায়ক/সমমান ৫ জন বেতন: ৮,২৫০-২০,০১০; পরিচ্ছন্নতাকর্মী ৬ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; গাড়ির হেলপার ১ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; সহকারী বাবুর্চি ২ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; নিরাপত্তা প্রহরী ৬ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; মালি ২ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; ইলেকট্রিশিয়ান ১ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; হল অ্যাটেনডেন্ট ৩ জন, বেতন ৮,২৫০-২০,০১০; বার্তাবাহক ১ জন, বেতন ৮,২৫০-২০,০১০।
আগ্রহী প্রার্থীরা এই ওয়েব www.kau.edu.bd সাইট ব্যবহার করে আবেদন করতে পারবেন।
আরআই