খুকৃবিতে ৪৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

১৯ অক্টোবর ২০২১

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমা দেয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।

 

পদসংখ্যা ও নাম:

সহকারী ইমাম: ১ জন, বেতন: ১২,৫০০-৩০,২৩০; ল্যাব টেকনিশিয়ান ২ জন, বেতন: ১২,৫০০-৩০,২৩০; ডেটা এন্ট্রি অপারেটর ২ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; নেটওয়ার্ক টেকনিশিয়ান ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; ক্যাটালগার ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; ড্রেসার: ১ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০; স্টোরকিপার: ১ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০; অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ৬ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০; মেডিক্যাল অ্যাটেনডেন্ট ২ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০; বাবুর্চি: ৩ জন, বেতন: ৮,৮০০-২১,৩১০; অফিস সহায়ক/সমমান ৫ জন বেতন: ৮,২৫০-২০,০১০; পরিচ্ছন্নতাকর্মী ৬ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; গাড়ির হেলপার ১ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; সহকারী বাবুর্চি ২ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; নিরাপত্তা প্রহরী ৬ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; মালি ২ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; ইলেকট্রিশিয়ান ১ জন, বেতন: ৮,২৫০-২০,০১০; হল অ্যাটেনডেন্ট ৩ জন, বেতন ৮,২৫০-২০,০১০; বার্তাবাহক ১ জন, বেতন ৮,২৫০-২০,০১০।

 

আগ্রহী প্রার্থীরা এই ওয়েব www.kau.edu.bd সাইট ব্যবহার করে আবেদন করতে পারবেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর