তিন ফরম্যাটেরই নেতৃত্বে রোহিত

২০ ফেব্রুয়ারী ২০২২

তিন ফরম্যাটের জন্য ভারতের জাতীয় দলের দায়িত্ব পেলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তখন থেকেই অনেকে ধারণা করেছিলেন, টেস্ট দলের নতুন নেতা হবেন ‘হিট ম্যান’। সেই খবরে সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

 

শনিবার বিকেল ৪টার দিকে মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা জানান, একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলানোর পর এবার থেকে টেস্টের দায়িত্ব সামলাবেন রোহিত।

 

সেই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে বোর্ড। চেতনের মতে ঘরের মাঠে এই সিরিজের জন্য চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া হয়েছে। কেএল রাহুলের চোট এখনো সারেনি। তাকে বিশ্রাম দিয়েছে জাতীয় নির্বাচক কমিটি। এদিকে চোট সারিয়ে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পেলেও সিরিজ শুরুর আগে ফিটনেস পরীক্ষার পাশ করতে হবে তাকে। বিসিসিআই’র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর