টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে দেশটি।
প্রথমে ব্যাট করে ৯৬ রানে গুটিয়ে যায় নামিবিয়া। জবাবে শ্রীলঙ্কা তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
তুলনা মূলক দূর্বল দল নমিবিয়া। শক্তিশালী শ্রীলঙ্কার সাথে সুবিধা করে উঠতে পারেনি। সিংহদের বোলিং মোকাবেলা করতে হিমশিম খেতে হয়েছে তাদের। শুরুতেই দুই ওপেনার দ্রুত সাজঘরে ফিরে যান। সে ধারাবাহিকতায় অন্যরাও পারেননি ভালো কিছু করতে। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ক্রেইগ উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক জেরহার্ড এরাসমাসের (২০)।
লঙ্কান বোলার মহেশ থিকশানা ২৫ রানে তিনটি এবং ভানিন্দু হাসারাঙ্গা ২৪ রানে দুই উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়ার বোলিং ঘূর্ণি বুঝে উঠতে না উঠতেই বিদায় নেয় শ্রীলঙ্কার ৩ টপ ওডার ব্যাটসম্যান। চাপে পড়ে যায় লঙ্কান শিবির। তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায়। মাহেলা-সাঙ্কারকারার উত্তরসূরীরা। এই উইকেট জুটি জয় নিশ্চিত করে মাঠ চাড়ে।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ভানুকা রাজাপাকশে, দ্বিতীয় সর্বোচ্চ অভিষ্কা করেন ৩০ রান।
আরআই