রাজধানী ঢাকায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।এতে দলটির নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়, রুপ নেয় জনস্রোতে। দেশের বিভিন্ন স্থানে মন্দিরসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও তাদের বাড়িঘরে হামলার প্রতিবাদে মঙ্গলবার এ কর্মসূচি পালন করে দলটি। তার আগে সোমবার সন্ধ্যায় দলের এক জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে হয় শোভাযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেয়াদের হাতে সম্প্রাদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
এদিকে কর্মসূচিতে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. মো. আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
অন্যদিকে প্রচুর জনসমাগমের কারণে বঙ্গবন্ধু এভিনিউর আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী জুড়ে সৃষ্টি হয় যানজটের, ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা ।
এমকে