টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। কিউইদের দেয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট খুইয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরমেটে চ্যাম্পিয়ন হলো রিকি পন্টিংয়ের উত্তরসূরীরা।
অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা মোটেও সহজ ছিলো না। প্রথমে ব্যাট করে ১৭২ রানে থামে নিউজিল্যান্ড টিম। এ রান করতে গিয়ে ৪ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৮৫ আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৪৮ বলে ১০ চার ও ৩ ছয়ের মারে এ রান করেন তিনি। এছাড়া মার্টিন গুপটিল ২৮, মিশেল ১১, ফিলিপস ১৮, জেমস নিশাম ১৩ ও টিম সিফার্ট ৮ রান করেন।
অস্ট্রেলিয়ার জস হাজলেউড ৩টি উইকেট এবং এ্যাডাম জাম্পা ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বেশি বেগ পেতে হয়টি অজিদের। ১৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। এ রান করতে গিয়ে ২ উইকেট খোয়ায় দলটি। সর্বোচ্চ ৭৭ রান আসে মিশেল মার্চের ব্যাট থেকে। ৫০ বলে ৬ চার ও ৪ ছয়ের মারে এ রান করেন তিনি। এছাড়া ডেভিড ওয়ার্নার ৫৩, ফিঞ্চ ৫, ম্যাক্সওয়েল ২৮ রান করেন।
নিউজিল্যান্ডের বোল্ট ২টি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৭২/৪ ( গাপটিল ২৮, মিচেল ১১, উইলিয়ামসন ৮৫, ফিলিপস ১৮, জিমি নিশাম ১৩, সেইফার্ট ৮; হেইজেলউড ৪-০-১৬-৩, স্টার্ক ৪-০-৬০-০, জাম্পা ৪-০-২৬-১, কামিন্স ৪-০-২৭-০, ম্যাক্সওয়েল ৩-০-২৮-০, মার্শ ১-০-১১-০)।
অস্ট্রেলিয়া : ১৮.৫ ওভারে ১৭৩/২ (ওয়ার্নার ৫৩, মার্শ ৭৭ , ফিঞ্চ ৫, ম্যাক্সওয়েল ২; বোল্ট ৪-০-১৮-২, টিম সাউদি ৩.৫-০-৪৩-০, মিলনে ৪-০-৩০-০, ইশ শোধি ৩-০-৪০-০, নিশাম ১-০-১৫-০)।
ফল : ৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া। প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার মিশেল মার্চ। প্লেয়ার অব দ্যা সিরিজের মুকুট উঠেছে একই দলের ডেভিড ওয়ার্নারের মাথায়।
আরআই