পাঁচ লাখ টাকার জিনিস কীভাবে আড়াই লাখে দেবে?

১৯ অক্টোবর ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠানে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বলেছেন, পাঁচ লাখ টাকার জিনিস কীভাবে আড়াই লাখ টাকায় দেবে? এ বিষযে নিজেদেরও একটা বিচার-বিবেচনা থাকা দরকার। মঙ্গলবার  সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ পরামর্শ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।  

মন্ত্রিপরিষদ সচিবের কথা অনুযায়ী, ই-কমার্স বন্ধ করা যাবে না। তবে স্বচ্ছতা আনতে ই-কমার্সের সঙ্গে যুক্ত সবাইকে নিবন্ধনের আওতায় এনে মনিটরিং করা হবে।  কেনাবেচার ক্ষেত্রে লেনদেন করতে হবে নিবন্ধিত গেটওয়ের মাধ্যমে। আগামী দেড়-দুই মাসের মধ্যে এ বিষয়ে ভালো একটা অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে  আলোচ্যসূচির বাইরে ই-কমার্স নিয়ে আলোচনাকালে নিবন্ধিত ও মনিটরিং করার সিদ্ধান্ত হয়, জানান আনোয়ারুল ইসলাম।

বৈঠক ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ গ্রহণ করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর