মন্তব্য
প্রশ্নফাঁসের ঘটনায় তাৎক্ষণিক সাজা দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে সাজা হবে সর্বোচ্চ ১০ বছর, আর সর্বনিম্ন তিন বছর।এমন বিধান রাখা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়, ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন শেখ হাসিনা।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ১৯৭৭ সালে জারি করা এ সংক্রান্ত একটি অধ্যাদেশ দিয়ে পিএসসি চলে আসছে। একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের জন্য এ খসড়া পেশ করা হয়।
এমকে