মন্তব্য
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের কাছে ঢাকাই সিনেমার সাড়া জাগানো অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জানতে চেয়েছিলেন- শিক্ষকতা, গান, অভিনয়, উপস্থাপনা, সুন্দরী প্রতিযোগিতার বিচারকাজ সবই তো করলেন, তবে নাচটা বাদ গেল কেন?
জবাবে হেসে দিয়ে তাহসান বলেন, এই একটা বিষয়ে আমি অনেক পিছিয়ে। এক কথায় নাচে কোনো পারদর্শিতা নেই আমার। এটা শেখারও কোনো পরিকল্পনা নেই। আসলে নাচের বিষয়টায় আমি এখনও খুবই কাঁচা।