মন্তব্য
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দেশটির নতুন তালেবান শাসকদেরকে আহ্বান জানিয়েছেন তালেবান হামলার শিকার হওয়া পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
মালালা বলেন, আফগানিস্তানে মেয়েদের স্কুলে ফেরার ওপর সাময়িক নিষেধাজ্ঞা কয়েক বছর পর্যন্ত বহাল থেকে যেতে পারে। তারা ঘোষণা দিয়ে বলেছে, ছেলেরা স্কুলে যেতে পারবে। তাহলে তারা মেয়েদের জন্যও এটা করছে না কেন?
এক খোলা চিঠিতে তিনি লিখেছেন, তালেবান কর্তৃপক্ষকে বলছি... নারী শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন এবং অবিলম্বে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় আবার চালু করুন।
বিবিসি ওয়ার্ল্ড নিউজ