রাজনৈতিক বন্দিদের মুক্তি মিয়ানমারে

২০ অক্টোবর ২০২১

মিয়ানমারের কুখ্যাত ইয়াংগনের ইনসেইন কারাগার থেকে অং সান সু চির দলের এক মুখপাত্র এবং সুপরিচিত কৌতুক অভিনেতা জারগানারসহ কয়েকশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক জান্তা।

সাবেক সাংসদ, সাংবাদিকসহ অসংখ্য রাজনৈতিক বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে মান্দালয়, লাসিও, মেইকতিলা ও মায়িক শহরের কারাগারগুলো থেকেও।

ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর  চাপে পড়ে এ নিয়ে কয়েক দফায় কয়েক হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমারের সামরিক জান্তা।

ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা ও রয়টার্স


মন্তব্য
জেলার খবর