৯০০ বছরের পুরনো তলোয়ার

২০ অক্টোবর ২০২১

ইসরাইলের উত্তরে সমুদ্রের তলদেশ থেকে একটি ৯০০ বছরের পুরনো তলোয়ার উদ্ধার করেছে একদল ডুবুরি।

প্রায় ২০০ মিটার গভীরে যাওয়ার পর শলমি কাটজিন এক মিটার লম্বা ব্লেড ও ৩০ সেন্টিমিটার হাতলের ক্রুসেডার তলোয়ারটি দেখতে পান।

তিন ফুট তিন ইঞ্চি  লম্বা ব্লেডের এই তলোয়ারটি ইসরাইলের পুরাতত্ত্ববিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবিসি ও মিরর ইউকে


মন্তব্য
জেলার খবর