মন্তব্য
ইসরাইলের উত্তরে সমুদ্রের তলদেশ থেকে একটি ৯০০ বছরের পুরনো তলোয়ার উদ্ধার করেছে একদল ডুবুরি।
প্রায় ২০০ মিটার গভীরে যাওয়ার পর শলমি কাটজিন এক মিটার লম্বা ব্লেড ও ৩০ সেন্টিমিটার হাতলের ক্রুসেডার তলোয়ারটি দেখতে পান।
তিন ফুট তিন ইঞ্চি লম্বা ব্লেডের এই তলোয়ারটি ইসরাইলের পুরাতত্ত্ববিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবিসি ও মিরর ইউকে