মন্তব্য
রংপুরের জেলে পল্লীর আগুনের ছবি ফেসবুকে পোস্টে শেয়ার করেছেন জয়া আহসান।
ক্যাপশনে লিখেছেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’