কানাডায় মাতৃভাষার সম্মানে নির্মিত হচ্ছে শহীদ মিনার

২০ ফেব্রুয়ারী ২০২২

মাতৃভাষাকে সম্মান জানাতে নির্মিত হয়েছে শহীদ মিনার। নিছক আনুষ্ঠানিকতা নয়, মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে প্রাত্যহিক জীবনে প্রয়োগ ঘটাতে হবে, এমন প্রত্যয় নিয়ে বাঙালির ঐতিহ্যের অহংকার শহীদ মিনার, ভাষা স্মৃতিসৌধ অনেক আগে থেকেই রয়েছে।

 

এবার বহু সাংস্কৃতির দেশ কানাডায় নির্মান করা হচ্ছে শহীদ মিনার। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এটি নির্মিত হচ্ছে। এ কারণে এ বছর উচ্ছ্বসিত প্রবাসী বাঙালিরা ভিন্ন অনুভূতি আর চেতনায় পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

 

বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের মূলে ছিল মহান ভাষা আন্দোলন। প্রবাসী বাঙালিরা মনে করেন, শহীদ মিনার জাতীয় ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। তাদের এই অহংকারে জায়গা বাঙালি জাতীয়তাবাদের চেতনা। একুশের মধ্যে যে বাঙালি জাতীয় চেতনা ও আবেগ আছে, তা প্রচণ্ড শক্তি হিসেবে এখনো বর্তমান।

 

কানাডার ব্যারিস্টার ও সলিসিটর চয়ানিকা দত্ত বলেন, শহীদ মিনার হলো ভাষার প্রতীক। প্রত্যেকের মাতৃভাষার প্রতীক। আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য মাতৃভাষাটা অনেক কাছের একটা জিনিস।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর