খুচরায় লিটারে ৭ টাকা বাড়ল সয়াবিনের দাম

২০ অক্টোবর ২০২১

দেশের বাজারে খুচরায় ৭ টাকা বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন দরে বোতলজাত এক লিটারের সয়াবিন কিনতে ভোক্তার লাগবে ১৬০ টাকা, খোলার ক্ষেত্রে গুনতে হবে ১৩৬ টাকা। পাঁচ লিটারের ক্ষেত্রে এ দর ৭৬০ টাকা। খুচরার সঙ্গে পাইকারী ও মিলগেটের দরও নির্ধারণ করে দেয়া হয়েছে।বুধবার থেকেই কার্যকর হবে নতুন দর।তার আগে মঙ্গলবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে দাম বাড়ানো হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এ দাম নির্ধারণ করা হয়েছে, বলছে সংগঠনটি। এদিকে দাম বাড়ানোর ঘোষণায় ভোক্তাদের মধ্যে বিশেষত নিম্ন ও সীমিত আয়কারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে, আয় না বাড়লেও বাজার খরচ বেড়ে যাওয়া এ অসন্তোষের কারণ।

দাম বাড়ানো আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরায় বেচাকেনা হচ্ছিল সর্বোচ্চ ১৫৩ টাকা, আর খোলা সয়াবিনের দাম ছিল ১২৯ টাকা। নতুন দরে প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে ১৩৪ ও পরিবেশকের ক্ষেত্রে ১৩৫ এবং বোতলজাত মিলগেটে ১৫০, পরিবেশক পর্যায়ে ১৫৪, পাঁচ লিটারের বোতলজাত মিলগেটে ৭২০ ও পরিবেশক পর্যায়ে ৭৪০,পাম তেল মিলগেটে ১১৬, পরিবেশক ১১৭ ও খুচরায় ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম পরিবেশক ও খুচরায় পর্যায়ে আগের মজুত তেলের ক্ষেত্রে কার্যকর হবে না বলেও জানিয়েছে সংগঠনটি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর