২৮৯ কোটি এক লাখ টাকা বেড়েছে লেনদেন

২০ অক্টোবর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার আগের দিনের তুলনায়  ২৮৯ কোটি এক লাখ টাকা বেড়েছে লেনদেন। বড় ধরনের পতন হয়েছে তিন সূচকের সবগুলোর। আর দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের।শেয়ার লেনদেন অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৫৪টির, বেড়েছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৫টির।

দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় হয় এক হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকা। ডিএসইএক্স সূচক  ৭৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে সাত হাজার ২০ দশমিক ৬১ পয়েন্টে, ডিএসইএস সূচক ২০ দশমিক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৫০৪ দশমিক ৯২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫০ পয়েন্ট কমে দুই হাজার ৬৫৬ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে অবস্থান করে।

লেনদেনের শুরুতে কিছুটা উত্থান হলেও দুপুরের পর থেকে শেষ পর্যন্ত পতন ঘটেছে।লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড শীর্ষে ওঠে আসে। লেনদেন হয় ১০৪ কোটি টাকার শেয়ার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর