গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে- মারা গেছেন ছয়জন, শনাক্ত হয়েছে ৩৬৮ জন। আর আগের ২৪ ঘণ্টায় মারা যায় সাতজন, শনাক্ত হয় ৪৬৯ জন। স্বাস্থ্য অধিদফতরের মঙ্গলবার ও বুধবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৯১ জন।সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি এক লাখ ৫৫ হাজার ৪৩৫টি। শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮১ জন, পরীক্ষায় এক দশমিক ৮০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৯৯৮টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ৩৯৩টি। মৃতদের মধ্যে পুরুষ চারজন আর নারী দুইজন। বিভাগের মধ্যে চট্টগ্রামের তিনজন, রাজশাহীর দুইজন ও খুলনার একজন। সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।
এমকে