পঁচিশ থেকে আঠারোতে নামলো বয়স

২০ অক্টোবর ২০২১

দেশে করোনার টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে। আর বয়স কমানোর পর থেকে এখন (২০ অক্টোবর বিকাল ৪টা) পর্যন্ত দুই লাখের বেশি নিবন্ধন হয়েছে। ১৯ অক্টোবর সন্ধ্যা থেকে করোনার টিকা নিবন্ধনের জন্য সরকারিভাবে চালু করা ‘সুরক্ষা অ্যাপে’ নতুনভাবে নির্ধারিত বয়সসীমায়  নিবন্ধন শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

প্রসঙ্গত,  এ নিবন্ধনের শুরুতে বয়সসীমা ছিল নূন্যতম ৫৫ বছর। ১৮ বছর করার আগেও কয়েক ধাপে কমিয়ে সেটা ২৫ করা হয়েছিল। করোনা থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে চলতি বছরের ২৬ জানুয়ারি নিবন্ধন শুরু করে সরকার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর