ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে মুসল্লীদের ঢল

২০ অক্টোবর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুধবার (১২ রবিউল আউয়াল) বন্দরনগরী চট্রগ্রামে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বের হওয়া জশনে জুলুসে ঢল নামে মুসল্লীদের। হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে এ জুলুসে প্রথমবারের মতো নেতৃত্ব দেন হজরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)।

সকাল পৌনে ৯টায় নগরের মুরাদপুর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে বের হয় এ জুলুস। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সড়ক হয়ে বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট ঘুরে পুনরায় মুরাদপুর বিবিরহাট প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে ফিরে আসে জুলুসটি। এরপর মাহফিল হয়। সবশেষে করোনা মুক্তি ও বিশ্ব শান্তির জন্য দোয়া ও মোনাজাত হয়।

জুলুসকে ঘিরে জুলুসের পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণে সাজে নগরের মোড়, সড়কদ্বীপ ও সড়ক ডিভাইডারে। প্রতি বছরের মতো এবারো জুলুসের শৃঙ্খলা রক্ষায় ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনজুমান সিকিউরিটি ফোর্স, গাউসিয়া কমিটি বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। 

আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন জুলুস শুরুর আগে সাংবাদিকদের বলেন, আল্লামা  তৈয়ব শাহ (র.) ৭৪ সালে এ জুলুসের প্রবর্তন করেন। আমরা এ জুলুস সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমাদের এবারের বার্তা হচ্ছে- মানুষের প্রতি ভালোবাসা।

দিলীপ তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর