বিএনপি ও তার দোসসরা জাতির মধ্যে সাম্প্রদায়িক বিভাজন রেখা তৈরির মাধ্যমে জাতিকে দুর্বল এবং দেশের ইমেজ নষ্ট করতে চায় বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারা নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক।বুধবার রাজধানী ঢাকায় তার বাসভবনে প্রেস ব্রিফিংকালে এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের আরো বলেন, যারা নিজেরা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি; উন্নয়ন ও সমৃদ্ধি মেনে নিতে পারে না, তারাই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে এ বিভাজন তৈরি করতে চায়। বিএনপির চরিত্র হচ্ছে – ‘মুখে শেখ ফরিদ, বগলে ইট’। তাদের কথায় পুষ্পবৃষ্টি হলেও অন্তর কাদায় ভরা। তারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন।
পূজামণ্ডপে হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, তারা ভেবেছে- এতে সরকারের ওপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে, ভারতের সঙ্গে বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে বাংলাদেশের। সংখ্যালঘুদেরকে বিএনপি শত্রু মনে করে বলেও মন্তব্য করেন করেন ওবায়দুল কাদের।