কয়েকদিন বৃষ্টি হতে পারে

১০ জানুয়ারী ২০২২

মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে কয়েকদিন রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু'এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য  বাড়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা ১-২  ডিগ্রি  সেলসিয়াস কমতে পারে। দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে-  ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৫ দশমিক ৫, ময়মনসিংহে ১৪ দশমিক ৪,  চট্টগ্রামে ১৬ দশমিক ৮, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৪ দশমিক ৬, রংপুরে ১৪ দশমিক ৮, খুলনায় ১৫ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৮  ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর