১৯ দিনে সাড়ে তিন সহস্রাধিক ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে

২০ অক্টোবর ২০২১

চলতি অক্টোবর মাসের  ১৯ দিনে  ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৬৪০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।একই সময়ে মারা গেছেন ১৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের ক্ষেত্রে এ সংখ্যা যথাক্রমে ২১ হাজার ৮৩৭ জন ও ৮৩ জন। আক্রান্তদের বেশিরভাগের বসবাস ঢাকায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এ তথ্য জানায়।

কন্ট্রোল রুমের হিসাবে বিভিন্ন হাসপাতালে বর্তমানে  ভর্তি আছেন ৭৬৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে  ৫৯৩ জনই  ঢাকায়, বাকি ১৭৫ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১২ জন। এর  মধ্যে ৯৯ জন ঢাকায়,বাকি ১৩ জন ঢাকার বাইরে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৮৬ জন। ভর্তির সংখ্যা অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি  ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন সেপ্টেম্বর মাসে- সাত হাজার ৮৪১ জন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর