পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ব্যক্তি শনাক্ত: পুলিশ

২০ অক্টোবর ২০২১

তদন্তে ও সিসিটিভি ফুটেজ দেখে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলেছে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

পুলিশ সুপারের ভাষ্য, অভিযুক্তের নাম ইকবাল হোসেন (৩৫)। কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুর-লস্কর পুকুর এলাকার নূর আহমদ আলমের ছেলে সে। মাছের ব্যবসা করেন তার বাবা । তবে এখনই তার বিষয়ে বিস্তারিত বলা যাবে না বলেও জানান পুলিশ সুপার।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত  চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ অক্টোবর  ওই মণ্ডপেরিএকটি প্রতিমার কাছে পবিত্র কোরআন শরিফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর জের ধরে দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে, এতে কয়েকজন মারা যায়।

এমকে


মন্তব্য
জেলার খবর